নিজস্ব প্রতিবেদক:- জ্বালানি তেলে ভেজাল রোধে বুধবার (১০ জানুয়ারী ) তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।
এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
এ সময় ফেনীর লালপোলে মেসার্স হোসেন ব্রাদার্স এ অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জনাব বেলাল হোসেন জানান, তিনি প্রতি ১০০ লিটার অকটেনে ১০ থেকে ১৫ লিটার কেরোসিন মিশ্রণ করেন। এ সময় অভিযুক্ত জনাব বেলাল হোসেনকে ১৫০,০০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। জব্দ করা হয় ভেজাল মিশ্রিত ৬০০ লিটার অকটেন।
এ সময় স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।
Please follow and like us: