নয়া আলো-
অন্যের হাতের ছাপ নিয়ে দোকানের সিম বিক্রি করার ঘটনা ঘটেছে রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ায়। ঘটনার পর গ্রেপ্তারের ভয়ে পলাতক আছেন অভিযুক্ত দোকানি।
স্থানীয় সূত্রে জানা যায়, আশুলিয়ার খেজুরটেকে ‘আকলিমা টেলিকম’ নামে একটি দোকানে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের কাজ হয়েছিলো। দোকানি তাঁর দোকানে সিম নিবন্ধন করতে আসা গ্রাহকের হাতের ছাপ তাঁদের অজান্তেই বেশ কয়েকবার করে নিয়ে নেন।
এরপর সেই ছাপ দিয়ে তাঁর দোকানে থাকা অবিক্রীত সিম নিবন্ধন করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করে দেন। এই রকম সিমের সংখ্যা ৫০টি বলে জানা গেছে।
তবে এতোকিছুর পর পার পাননি ওই দোকানি। ভুক্তভোগী গ্রাহকের মোবাইলে তাঁর হাতের ছাপ দিয়ে একাধিক সিম রেজিষ্ট্রেশন হয়েছে মর্মে বার্তা আসলে বিষয়টি টের পান তাঁরা। এ নিয়ে ভুক্তভোগীরা পুলিশের কাছে অভিযোগ করেছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ওই দোকানি তার দোকানে তালা ঝুলিয়ে পলাতক আছেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির।