অনলাইনে সুখ
অনলাইনের জগৎ জুড়ে
ভালোবাসা আজ অবাধ মেলে।
আনন্দ দেবে তোমাকে প্রচুর
স্বপ্ন দেখাবে ভাবতে শেখাবে
করবে যত্ন গুরুত্ব দেবে খুব
খোঁজ রাখবে তোমার সুখ।
বোঝাবে তোমায় করুণ ভাবে
ভাববে তুমি মনে মনে
আর পাবে না জগৎ জুড়ে
এমন এক নিঃসপাপ মুখ।
সে ছাড়া আর কেউ দেবেনা সুখ
ভালোবাসায় কেটে যাবে সব দুখ।
এতো দিন হয়ে গেলো আজও
বদলায়নি তার রূপ এ ভেবে
নিজেকে তুমি উজাড় করে
রাখবে যখন তাহার দারে।
ধিরে ধিরে রং পাল্টাবে
আকাশ তখন মেঘলা হবে
আঁধার তখন আসবে ধেয়ে
বৃষ্টি হবে তোমার নয়ন ঘিরে।
দেখবা তুমি ভালোবাসারি রূপ
ঠোকেছো তুমি কত ভাবে
বুঝবা সেই দিন ভালো করে
অনলাইনে ভালোবাসারি সুখ
কেমন করে ভেঙেছে তোমার বুক।