১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • অবশেষে আগামীকাল কাউন্সিলর খোকনের শপথ গ্রহণ অনুষ্ঠান




অবশেষে আগামীকাল কাউন্সিলর খোকনের শপথ গ্রহণ অনুষ্ঠান

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ১৭ ২০১৮, ১৬:৪৪ | 833 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম চৌধুরীঃ-  অবশেষে সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) শপথ গ্রহণ করবেন ছাগলনাইয়া পৌরসভার ৩ নং ওয়ার্ড দক্ষিণ সতর এলাকার উপ-নির্বাচনে সাধারণ আসনে জয়ী কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী খোকন। গত ৩০ আগস্ট ছাগলনাইয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয় এবং কামাল উদ্দিন পাটোয়ারী খোকন পাঞ্জাবী প্রতীক নিয়ে জয়লাভ করলে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী নুরুল আলম (উট পাখি) এ নির্বাচন বৈধভাবে হয়নি বলে ভোটার তালিকা হালনাগাদ পুর্বক পুনরায় নির্বাচনের দাবী জানিয়ে উচ্চ আদালতে মামলা করে গত ৯ অক্টোবর। সকল বিচার বিশ্লেষণ শেষে বুধবার (১৭ জানুয়ারি) ছাগলনাইয়া উপজেলা নির্বাাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরী স্বাক্ষরিত একটি স্মারক কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারীর নিকট প্রেরণ করা হয়। স্মারকে উল্লেখ করা হয়, ছাগলনাইয়া পৌরসভার ৩ নং ওয়ার্ড দক্ষিণ সতর এলাকার সাধারণ  আসনের নব-নির্বাচিত কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারীর শপথ গ্রহণ আগামী ১৮ জানুয়ারি ২০১৮ ইং তারিখ বিকাল ৪ ঘটিকার সময় চট্টগ্রাম কোর্ট হিলস্থ বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
অন্যদিকে দক্ষিণ সতর এলাকার নব-নির্বাচিত কাউন্সিলর খোকনের শপথ গ্রহনের খবরে এলাকাবাসীর মাঝে আনন্দের জোয়ার দেখা দিয়েছে। স্থানীয়রা জানায়, ৩ নং ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর মাওঃ রফিকুল ইসলামের মৃত্যুর পর থেকে দীর্ঘ দিন যাবৎ ঐ এলাকার জনগণ অভিভাবক হীনতায় ভোগছিলো। এরপর জনগন উপ-নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়গের মাধ্যমে নিজেদের সুখ-দুখের অভিভাবক হিসেবে নির্বাচিত করেছিলো খোকনকে কিন্তুু মামলা জনিত করনে শপথ গ্রহণে দীর্ঘ সময় লাগে, তবে অবশেষে আমাদের অভিভাবকের শপথ গ্রহণে ডাক দিয়েছে সরকারের কর্তৃপক্ষ আমরা খুবই খুশী এমন মন্তব্য করেছেন পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের স্থানীয়রা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET