
এম.মুনসুর আলী:(সরাইল প্রতিনিধি)-
অবশেষে ইমরানকে(২৬) খুঁজে পাওয়া গেলো ।তবে জীবন্ত নয়, লাশ হিসেবে।
ইমরানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার বড়ই ছাড়া গ্রামের হাছু মিয়ার ছোট ছেলে।
গত শুক্রবার সকালে ভৈরব থেকে একটি মোবাইল ফোন আসলে বন্ধুর সাথে দেখা করার কথা বলে বাড়ি থেকে বের হয় ইমরান।
তারপর থেকেই তার মুঠোফোনটি বন্ধ ছিল।অনেক খুঁজাখুঁজির পর শেষে গতকাল ইমরানের লাশ পাওয়া যায় ভৈরব নজরুল ইসলাম সেতুর উপর।
ইমরান নরসিংদী বর্ষা টেক্সটাইল মিলে চাকুরী করতো।তার ভাই আলী নুর বাদী হয়ে ঐ মোবাইল নাম্বারটি দিয়ে ভৈরব থানায় মামলা করে।
পরিবারের ধারনা অজ্ঞাত প্রেমের বলি ইমরান।
Please follow and like us: