
ঝিনাইদহ প্রতিনিধিঃ
অবশেষে ঝিনাইদহ সদর উপজেলার সন্ত্রাস কবলিত গান্না ইউনিয়ন থেকে তিন ডাকাতকে পাকড়াও করেছে পুলিশ। তিন ডাকাত সদস্য হলো সদর উপজেলার কুঠিদুর্গাপুর গ্রামের রিয়াজ, ছোট ঝিনাইদহ গ্রামের ময়নালের ছেলে মামুন ও কালুহাটী গ্রামের রিয়াজ।
বুধবার রাতে তাদের ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে। বেতাই পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা তরিকুল ইসলাম তারেক খবরের সত্যতা স্বীকার করে জানান, ছোট ঝিনাইদহ জলিল মুন্সির বাড়িতে সম্প্রতি ডাকাতি হয়। গৃহকর্তা ডাকাতদলের সদস্যদের চিনে ফেলেন। বাদীর চিনিয়ে দেওয়া ডাকাত সদস্যদের বুধবার পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
ঝিনাইদহ সদর থানায় জলিল মুন্সির স্ত্রী আনোয়ারা বেগম সাংবাদিকদের জানান, এরাই আমার বাড়িতে ডাকাতি করেছে। আমি এদের চিনি। এর আগে আমির নামে একজনকে রামদা সহকারে আটক করেও পুলিশ ছেড়ে দেয় বলে অভিযোগ।
এদিকে কাশিমনগর গ্রামে নাসির সরকার ও সরোজিত নামে আরো দুই ব্যক্তির বাড়িতে ডাকাতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। দেড়মাস আগে সরোজিত ও গত শুক্রবার নাসির সরকারের বাড়িতে ডাকাতি হয় বলে এলাকাবাসি জানায়।
এদিকে এলাকাবাসি অভিযোগ করেছে, গ্রেফতারকৃতরা চিহ্নিত ডাকাত। তাদের ছোড়ে দিলে এলাকায় আরো ডাকাতি হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি, মানহানিকর বক্তব্য দেয়ায় পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা !