
অবহেলিত সন্তান
রিদয় ইসলাম
আবেগের বসে আনলি ধরায়
রাখলি রাস্তায় ফেলে
দেখ মা আজ শিয়াল শকুন
খায় যে আমায় ছিড়ে।
দু বেলা দু মুঠো পাই না মাগো
অন্ন জোটে না এই পেটে
পচা খাবার আর নোংরা জল
দিবা রাত্রি তাও জোটেনা কপালে।
রাস্তার পাশে বসে ভাবি আমি
কে আমি, কি’বা আমার পরিচয়
কোথায় আমার পিতা মাতা
কোথায় আমার ঘর?
রাস্তা দিয়ে কত শিশু
যায় যে মায়ের হাত ধরে
আমার বড় ইচ্ছে জাগে
রাখব হাত তর হাতে।
কেমন মা তুই, তর মনে কি
একটুও মায়া জাগে না
একবারও কি পরে না মনে
এই অবহেলিত সন্তানের কথা?
আজ অবহেলিত সন্তান বলে
ধিক্কার দেয় রাস্তার লোকে
জারক সন্তান বলে সবে
জানি না এ দুঃখ ঘুচবে কবে।
Please follow and like us: