ছাগল মালিক মহিন উদ্দিন মজুমদার বলেন, আমি কৃষি কাজের পাশাপাশি মৎস্য চাষ ও গরু ছাগল পালন করি। শনিবার দুপুরে মৎস্য প্রজেক্টের মাছকে খাবার দিয়ে বাড়িতে আসার সময় দেখতে পাই একটি অটোরিক্সায় আমার ছাগল ও দুটি ছানা নিয়ে যাচ্ছে। আমি একা আর চোরেরা দুইজন হওয়ায় আমি দৌড়ে বাড়িতে গিয়ে লোকজনকে খবর দিলে আমাদের বাড়ির লোকজন তাদেরকে ধাওয়া করে পার্শ্ববর্তি গ্রামে গিয়ে আটক করে।
প্রত্যক্ষদর্শী শিপুর গ্রামের সমাজপতি মাঈন উদ্দিন মজুমদার বলেন, আমি বাড়িতে কাজ করছিলাম হঠাৎ মহিনের চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি চোর গুলো পালিয়ে যাচ্ছে, এ সময় আমরা তাদেরকে ধাওয়া করে আটক করি। এক চোরের কাছ থেকে একটি সুইস গিয়ার চুরি উদ্ধার করি।
পেরিয়া ইউনিয়ন পরিষদ সদস্য চাঁন মিয়া তালুকদার বলেন, চোর আটকের খবরে আমি ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা দেখতে পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও নাঙ্গলকোট থানায় অবহিত করি। আটক হওয়া ২চোর ও তাদের চোরাই কাজে ব্যবহৃত অটোরিকশা এবং চুরি চেয়ারম্যানের বাড়িতে নিয়ে আসা হয়েছে। চোরদের পরিবারের লোকজনও চেয়ারম্যানের বাড়িতে এসেছে। পুলিশ আসলে চেয়ারম্যান-সহ আলোচনা করে এব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।