এম.মনসুর আলী,সরাইল (হাওরাঞ্চল)থেকে।।’
আসুন আমরা যার যার অবস্থান থেকে অসুস্থ মুক্তিযোদ্ধা মন্তাজ আলীর পাশে দাঁড়াই’ এএসপি মো.মনিরুজ্জামান ফকিরের(সরাইল সার্কেল)এই আহ্বানে সাড়া দিয়ে ‘আলোর মিছিল’ নামে একটি সংগঠন মুক্তিযোদ্ধা মন্তাজ আলীর পাশে গিয়ে দাঁড়ায়।
আজ৪ মার্চ,পরোপকারী সংগঠন ‘আলোর মিছিল’ এর সিনিয়র এডমিন মো.লালন মিয়া,মাহমুদুল হক সুমন এবং শাহ আলম শরাফীর উদ্যোগে এএসপি মো. মনিরুজ্জামানের মাধ্যমে অসুস্থ মুক্তিযোদ্ধা মন্তাজ আলীর বড় ছেলে শাহ আলমের হাতে মুক্তিযোদ্ধার চিকিৎসার জন্য আলোর মিছিলের পক্ষ থেকে মো. জাকির হোসেন,রাজেশ দত্ত এবং
শাহির মুহাম্মদ ওয়ালী নগদ–৫০০০ টাকা প্রদান করেন এবং সব সময় মুক্তিযোদ্ধার পাশে থাকবেন বলে তারা আশ্বাস দেন।
উল্লেখ্য গত ২০ ফেব্রুয়ারি একুশে আলোতে ‘মুক্তিযোদ্ধা মন্তাজ আলীকে দেখার কেউ নেই’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে সংবাদটি সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.মনিরুজ্জামান ফকিরের নজরে আসলে তিনি ২৭ফেব্রুয়ারি প্রায় ২০ কিলোমিটার পথ নিজে গাড়ি চালিয়ে দূর্গম চরাঞ্চল রাজাপুর গ্রামে অসুস্থ মুক্তিযোদ্ধা মন্তাজ আলীকে দেখতে যান এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব ইকবাল হোসেনের অনুমতিক্রমে অসুস্থ মুক্তিযোদ্ধা মন্তাজ আলীর চিকিৎসার সব দায় দায়িত্ব নেন। মুক্তিযোদ্ধা মন্তাজ আলীর বাড়ি সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামে।
Please follow and like us: