বারী উদ্দিন আহমেদ বাবর, কুমিল্লাঃ- কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের খোশার পাড় গ্রামের শিক্ষক অাবুল খায়ের ভূঁইয়ার বড় ছেলে
হেলাল উদ্দিন ভূঁইয়া পলাশ অাজ সোমবার বাংলাদেশ সময় দুপুর অানুমানিক পৌনে ২ টায় হৃদরোগে অাক্রান্ত হলে দক্ষিণ অাফ্রিকার জোহান্সবাগের একটি হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।
তিনি এক পুত্র সন্তানের জনক।
নিহতের পরিবার ও স্বজনেরা নিহতের মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানান।
Please follow and like us: