
নয়া আলো ডেস্কঃ- ফেনীতে অভিনব কায়দায় আঁখের ভেতরে ইয়াবা পাচারকালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের দক্ষিণ চাড়িপুর থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আলহাজ্ব কোব্বাদ আহাম্মদ উচ্চ বিদ্যালয়ের দক্ষিণে পাশে আনন্দ সুপার বাস (ঢাকা মেট্টো জ-১৪-২৬৩৪) এ অভিযান চালায় পুলিশ। এসময় বাসে তল্লাশী করে অভিনব কায়দায় আখের ভিতরে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাসহ কুড়িগ্রাম জেলায় মো. এরশাদ (২১), তার সঙ্গী বগুড়া জেলার মো. জুয়েল (১৮) কে পুলিশ আটক করে। আটককৃত জুয়েল পুলিশকে জানায়, ইতিপূর্বে মহাসড়কে বেশ কয়েক বার ছিনতাই করে। গত ৮ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম-ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানে তার নেতৃত্বে হামলা চালায় ৪ ছিনতাইকারী। তারা চালককে ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল আউয়াল আখের ভেতর ইয়াবা উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, এব্যাপারে ফেনী মডেল থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।