অবশেষে আইপিএলে ডাক পেলেন মারকুটে অজি ওপেনার উসমান খাজা। বিগ ব্যাশে অসাধারণ একটি মৌসুম পার করার পর বিশ্বকাপ টি-টোয়েন্টিতেও ছিল তার জয়যাত্রা। সে সুবাদেই এবার আইপিএলে ধোনির দল পুনেতে সুযোগ পেলেন অস্ট্রেলিয়ার এই বাঁ হাতি মারমুখী ব্যাটসম্যান।
উসমান খাজা আইপিএল নিলামে অবিক্রিত থাকায় অবাক হয়েছিলেন অনেক ক্রিকেট বোদ্ধাই। তাই তিনি যে ডাক পাচ্ছেন তা অনুমিতই ছিল।
ইনজুরির কারণে পুরো আইপিএলই খেলতে পারছেন না পিটারসেন। সাথে যোগ হয়েছে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ডু প্লেসির ইনজুরি। এই দুই জনের ইনজুরির কারণে উসমান খাজাকে দলে নিয়েছে ধোনির দল রাইজিং পুনে সুপারজায়ান্টস।
পুনের কোচ স্টিফেন ফ্লেমিং উসমান খাজার প্রশংসা করে সাংবাদিকদের সাথে বলেন, ‘সে অসাধারণ একজন ব্যাটসম্যান। আমরা তার মতই কাউকে খুঁজছিলাম।’