নয়া আলো ক্রীড়া ডেস্ক- এবারের ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) বল হাতে নিজের সেরা বোলিং নৈপুণ্য দেখালেন মুস্তাফিজুর রহমান। আসরে প্রথমবার ইনিংসে দুইয়ের বেশি উইকেট পেলেন সানরাইজার্স হায়দরাবাদ দলের এ বাংলাদেশি পেসার। এতে গতকাল তার দল সানরাইজার্স হায়দরাবাদ পায় বর্তমান চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৮৫ রানের সহজ জয়। এতে ম্যাচ শেষে রান রেটে কলকাতা নাইট রাইডার্সকে হটিয়ে শীর্ষ স্থান দখলে নেয় সানরাইজার্স। মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে গতকাল বল হাতে ৩ ওভারের স্পেলে ১৬ রানে তিন উইকেট নেন বাংলাদেশি ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান। আসরে ৯ ম্যাচে মুস্তাফিজের শিকার দাঁড়ালো দ্বিতীয় সর্বাধিক ১৩ উইকেট। চলতি আসরে ১৩ উইকেট রয়েছে কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবীয় ফাস্ট বোলার আন্দ্রে রাসেল ও সানরাইজার্সের ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমারেরও। তবে মুম্বইয়ের বিপক্ষে ম্যাচ শেষে তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসেন মুস্তাফিজ। রাসেল-ভুবনেশ্বরের চেয়ে শ্রেয়তর বোলিং গড় মুস্তাফিজের। আসরে ১০ ম্যাচে সর্বাধিক ১৪ উইকেট শিকার মুম্বইয়ের কিউই পেসার মিচেল ম্যাকলেনাঘানের। গতকাল মুম্বই ইন্ডিয়ান্সকে ১৭৮ রানের টার্গেট দেয় সানরাইজার্স হায়দরাবাদ। বিশাখাপত্তমের রাজীব গান্ধী মাঠে টস জিতে হায়দরাবাদকে ব্যাটিংয়ে পাঠান সফরকারী মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। দারুণ শুরুতে প্রথম উইকেটে ৮৫ রানের জুটি গড়েন অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ান। ব্যক্তিগত ৪৮ রানে ওয়ার্নার উইকেট দিলেও ৮২ রানে অপরাজিত থাকেন শিখর। ২৩ বলে ৩৯ করেন যুবরাজ সিং। ইনজুরি ফেরত যুবরাজ আগের ম্যাচে ১৪ বলে করেন ৫ রান। আর গতকাল যুবরাজ সাজঘরে ফেরেন হিট দ্য উইকেটের হতাশা নিয়ে। আইপিএল ইতিহাসে হিট দ্য উইকেটের মাত্র পঞ্চম ঘটনা এটি। জবাবে ১৬.৩ ওভারে ৯২ রানে গুটিয়ে যায় মুম্বইয়ের ইনিংস। তিন ওভারের স্পেলে ১৫ রানে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন সানরাইজার্সের ভারতীয় পেসার আশীষ নেহরা। একই মাঠে আগের ম্যাচে গুজরাট লায়ন্সের বিপক্ষে বল হাতে দাপুটে নৈপুণ্য দেখান সানরাইজার্সের বাংলদেশি পেস তারকা মুস্তাফিজুর রহমান। ওই ম্যাচে চার ওভারের স্পেলে মাত্র ১৭ রানে দুই উইকেট নেন মুস্তাফিজ। এবারের আইপিএলে সেরা বোলারের ছবিটাও মুস্তাফিজের। আসরে সবচেয়ে সাশ্রয়ী ৬.১৫ ইকোনমি গড় মুস্তাফিজের। আসরে ৬.৫০-এর নিচে ইকোনমি গড় নেই আর কারও। আসরে তিনটির বেশি ম্যাচ খেলা তারকাদের মধ্যে দ্বিতীয় সেরা ইকোনমি গড় দিল্লি ডেয়ারডেভিলসের প্রোটিয়া পেসার ক্রিস মরিসের। আট ম্যাচে মরিসের ইকোনমি গড় ৬.৮৫।
আইপিএলে মুস্তাফিজ
ম্যাচ ৯
উইকেট ১৩
গড় ১৫.৬১
সেরা ৩/১৬
ওভার ৩৩.০
রান ২০৩
ইক. ৬.১৫