ক্রীড়া ডেস্ক: আন্দ্রে রাসেল ম্যাজিকে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৭ রানে পরাজিত করতে করতে পেরেছে কলকতা নাইট রাইডার্স। এ দিন একাদশে থাকলেও ব্যাট করার সুযোগ পাননি বিশ্ব সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। তবে বল হাতে তিন ওভারে ২১ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন তিনি।
টস জিতে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠায় কিংস ইলেভেন পঞ্জাব। ৬ ম্যাচ পর আবার ঘরের মাঠে ফিরেছেন গম্ভীররা। হারের পর জয়েও ফিরেছে দল। ফর্ম ফিরে পাচ্ছে পঞ্জাবও। এমন অবস্থায় ইডেনে ভাল লড়াই দেখার অপেক্ষায় সমর্থকরা। ব্যাট হাতে ভরসায় ছিলেন উথাপ্পা। করলেন ৭০ রান। হাফ সেঞ্চুরি গৌতম গম্ভীরেরও। ৩ উইকেটে ১৬৪ রান তুলে কলকাতা। যার সবগুলিই রান আউট।
১৬৫ রানে জবাবে ব্যাট করতে নেমেই প্রথম ওভারেই উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় পাঞ্জাব। ১৩ রানে তৃতীয় উইকেট পড়ে সফরকারীরা। শেষ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭ রানে হার পঞ্জাবের। অন্যদিকে জয়ের ধারা ধরে রাখল কলকাতা। চার নম্বরে ব্যাট করতে এসে ৪২ বলে ৬৮ রানের ইনিংস খেলে সাময়িক আশা জাগিয়েছিলেন ম্যাক্সওয়েল। কিন্তু তিনি আউট হতেই ম্যাচ পুরো চলে গেল কেকেআর-এর দখলে।
আন্দ্রে রাসেলের করা শেষ ওভারে পাঞ্জাবের জয়ের জন্য দরকার ছিল ১২ রান। হাতে ছিল ৪ উইকেট। শেষ ওভারের দ্বিতীয় বলে প্যাটেল আর তৃতীয় বলে গুরকিরাত রান আউট হলে পঞ্চম বলে স্বপ্নীল সিংকে এলবির ফাঁদে ফেলেন রাসেল। ১৫৭ রানে থেমে যেতে হয় পাঞ্জাবকে। রাসেল ৪ ওভারে ২০ রান খরচায় তুলে নেন চারটি উইকেট। এ জয়ে শীর্ষস্থান ফিরে পেল কলকাতা।