মো. তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লা উঃ জেলার আওয়ামীলীগের সহ-সভাপতি পদে জননন্দিত নেত্রী জনাবা সেলিমা আহমাদ মেরীকে নির্বাচিত করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
কমিটির সভাপতি আব্দুল আউয়াল সরকার প্রতিবেদককে বলেন, দলের কার্যকরী সভার সিদ্ধান্ত মোতাবেক সেলিমা আহমাদ মেরীকে দলের সহ-সভাপতি হিসেবে অর্ন্তভুক্ত করা হয়েছে। এক
অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গঠন এবং সন্ত্রাস, দূর্নীতি ও মাদক মুক্ত বাংলাদেশ বিনির্মানে সকল নেতাকর্মীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাব।যাতে এ আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারি ।
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সেলিমা আহমাদ মেরী তার বাড়ী কুমিল্লা জেলার হোমনা উপজেলার পাথালিয়া কান্দি গ্রামে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটি নির্বাহী সদস্য, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ-এর প্রতিষ্ঠাতা সভাপতি, নিটল নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান জনতা ব্যাংক পরিচালনা পর্যদের সদস্য এবং বিশিষ্ট ব্যবসায়ী সাবেক এফবিবিসিআইএর সভাপতি মতলুব আহমাদের স্ত্রী ।
সেলিমা আহমাদ মেরী উপজেলায় মুক্তিযোদ্ধাদের জন্য ছাতা, অসহায় গরীব ও শীতার্ত মানুয়ের জন্য শীতবস্ত্র বিতরণ করেন । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য একটিএ্যাম্বুলেন্স প্রদান করেন । এ ছাড়া উপজেলা নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্রে এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ১০০ জন নারীকে সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষনের ব্যবস্থা করেন । সেলিমা আহমাদ মেরীকে কুমিল্লা উঃ জেলার আওয়ামীলীগের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় হোমনা উপজেলার পক্ষ থেকে প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পাঠান।