নিজস্ব সংবাদদাতা: গত ১৫ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ জাতীয় কংগ্রেস ২০১৯ খাদ্য উপ-কমিটির নির্বাচনে জাতীয় কংগ্রেস ২০১৯ খাদ্য উপ-কমিটির সদস্য মনোনীত হয়েছেন ফেনী সদর উপজেলার ১১ নং মোটবী ইউনিয়নের ১০৮ নং মোটবী গ্রামের জনাব নূর নবী ও বিবি রহিমার কৃতি সন্তান, সাবেক ফেনী জেলা ও সদর উপজেলা ছাএলীগ শাখার সহ সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের একনিষ্ঠ কর্মী বঙ্গবন্ধুর আর্দশের গড়া রাজপথের পরিচ্ছন্ন মজিব সৈনিক জনাব কাজী মাসুদ রানা। ছোট বেলা থেকে ছাত্র রাজনীতির সাথে অতোপতোভাবে জড়িত ছিলেন। কাজী মাসুদ রানা কে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ৭ম জাতীয় কংগ্রেস -২০১৯ খাদ্য উপ কমিটির সদস্য মনোনীত করায় গনতন্ত্রের মানস কন্যা, বিশ্বশান্তি অগ্রদূত ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর রাস্ট্র নায়ক শেখ হাসিনা আপা কে মুজিবীয় সালাম জানিয়েছেন। আহবায়ক জনাব চয়ন ইসলাম ও সদস্য সচিব জনাব হারুনর রশীদ এবং খাদ্য উপ কমিটির আহবায়ক জনাব শাহজাহান ভূঁইয়া মাখন ও সদস্য সচিব বঙ্গকন্যা ও দেশরত্ন শেখ হাসিনার স্নেহভাজন মন্জুর আলম শাহীন ভাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেছেন আমি সর্বোচ্চ চেষ্টা করবো বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর ৭ম জাতীয় কংগ্রেস ২০১৯ সফল ও সার্থক করার জন্য তাই আমাকে এই কমিটির সদস্য নির্বাচিত করায় আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সকল সদস্যকে ধন্যবাদ জানাই।