১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • আওয়ামী লীগকে ব্যঙ্গ করে ফেসবুকে কাল্পনিক গল্প পোস্ট করায় রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে শিবির নেতার ১০ বছর কারাদ-




আওয়ামী লীগকে ব্যঙ্গ করে ফেসবুকে কাল্পনিক গল্প পোস্ট করায় রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে শিবির নেতার ১০ বছর কারাদ-

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৫ ২০২২, ০০:৩০ | 749 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আওয়ামী লীগকে ব্যঙ্গ করে ফেসবুকে কাল্পনিক গল্প পোস্ট করায় রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে ইসলামী ছাত্র শিবিরের এক নেতার ১০ বছরের সশ্রম কারাদ-সহ তাঁকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার অর্থ পরিশোধ না করলে আরও এক বছর বিনাশ্রম কারাদ- ভোগ করতে হবে তাঁকে।

গতকাল সোমবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেছেন।

দ-প্রাপ্ত এই শিবির নেতার নাম আব্দুল মুকিত ওরফে রাজু (২৬)। রাজশাহীর পবা উপজেলার হরিপুর গ্রামে তাঁর বাড়ি। বাবার নাম রিয়াজুল ইসলাম। মুকিত হরিপুর ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি বলে জানিয়েছেন মামলার বাদী সাইদুর রহমান ওরফে বাদল।

সাইদুর রহমান হরিপুরই উনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। টানা তৃতীয়বারের মতো ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। সাইদুর জানান, ২০১৭ সালের ২৭ মে মুকিত তাঁর ফেসবুক আইডিতে আওয়ামী লীগকে ব্যঙ্গ করে একটি কৌতুক পোস্ট করেন। এ কারণে পরদিন তিনি পবা থানায় তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা করেন। মামলার রায়ে তিনি খুশি।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোসা. ইসমত আরা জানান, মামলার বিচার চলাকালে আদালত আটজনের সাক্ষ্য গ্রহণ করেছেন। এরপর এ রায় ঘোষণা করলেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET