
মো. শরিফুল আলম চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) থেকে:
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য্যনির্বাহী সংসদের সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও এফবিসিসিআয়ের দু’বারের সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি বলেছেন, সৈয়দ আশরাফের সাথে ব্যক্তিগতভাবে আমার তেমন বেশি যোগাযোগ ছিলো না। মন্ত্রনালয়ের বিভিন্ন কাজে প্রায় দেখা সাক্ষাৎ হতো ও বিভিন্ন বিষয়ে কথা হতো। তবে ঘনিষ্ঠ কোনো সম্পর্ক ছিলো না।
এ প্রতিবেদকের সঙ্গে আলাপের সময় তিনি বলেন, একই ঘরনার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে সৈয়দ আশরাফের সাথে দেখা ও কথা হতো। তবে কয়েকবার তার দপ্তরে গিয়েছিলাম। ব্যক্তি হিসেবে একজন ভালো মনের মানুষ ছিলেন। সৎ মানুষ ছিলেন। একজন বুদ্ধীদিপ্ত মানুষ ছিলেন। রাজনীতিতে সৈয়দ আশরাফ একজন অভিজ্ঞ লোক ছিলেন। আওয়ামী লীগ ও বাংলাদেশের রাজনীতি তাকে হারিয়ে একজন রাজনৈতিক অভিবাক হারালো। তার জায়াগাটি কখনো পূরণ করা সম্ভব নয়।
কারণ সৈয়দ আশরাফের মতো সৎ, ভদ্র রাজনীতিবিদ খুব কম আছে। যার ফলে তার জায়গাটি কেউ পূরণ করতে পারবে বলে আমার মনে হয় না। আমি যতোটুকু দেখেছি, সৈয়দ আশরাফ বাংলাদেশের রাজনীতির জন্য, আওয়ামী লীগের জন্য ও দেশের জনগণের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তিনি এ দেশের জনগণকে অনেক কিছু দিয়ে গেছেন। অনেক কিছু শিখিয়ে গেছেন। তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে।