প্রখ্যাত কণ্ঠশিল্পী শাম্মী আক্তারের নামাজের জানাজা আগামীকাল বুধবার বাদ জোহর রাজধানীর শান্তিনগর মসজিদে অনুষ্ঠিত হবে।
সেরাকণ্ঠের শিল্পী আশিক এ তথ্যের সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন,শান্তিনগর মসজিদে জানাজার নামাজের পর বিকালে শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হবে।
এর আগে,মঙ্গলবার বিকাল ৪টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কন্ঠশিল্পী শাম্মী আক্তার। দীর্ঘদিন ধরে তিনি মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন।
উল্লেখ্য,‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’,‘আমি যেমন আছি তেমন রব বউ হবো না রে’,‘ভালোবাসলেও সবার সাথে ঘর বাঁধা যায় না’-এমন অনেক জনপ্রিয় গানের শিল্পী শাম্মী আক্তার।