এম তাজুল ইসলাম (বগুড়া) প্রতিনিধি:
“ এবার আওয়াজ তুলুন, তথ্য পাওয়া আইনি অধিকার, সেবা পাওয়া নাগিরিক অধিকার এবং দুর্নীতি মুক্ত দেশ আমার সাংবিধানিক অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল সোমবার সকাল ৯ঘটিকায় সারিয়াকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে একদিনের “গণশুনানি”র আয়োজন করা হয়েছে। দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে, দুর্নীতি প্রতিরোধক কমিটি (দুপ্রক) সারিয়াকান্দি’র উদ্যোগে উপজেলার বিভিন্ন গ্রাম-গঞ্জে, হাট-বাজারে এবং বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে পোষ্টার সাটানো হয়েছে। উলেখ্য, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইব) বগুড়ার সহযোগীতায় দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসাবে উপজেলার বিভিন্ন দপ্তরে সেবা নিতে আসা নাগিরিকদের হয়রানি প্রতিরোধে এ ব্যতিক্রধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ভোগান্তির শিকারকৃত নাগরিকগণ অভিযুক্তদের বিরুদ্ধে ৬জানুঃ পর্যন্ত লিখিতভাবে অভিযোগ পত্র দাখিল করেন। গণশুনানিতে অংশ নিবেন, উপজেলা ভূমি অফিস, সেটেল্টমেন্ট অফিস, সাব-রেজিষ্ট্রেরি অফিস, উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস, উপজেলা হিসাবরক্ষণ অফিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, উপজেলা সমবায় অফিস, উপজেলা প্রাথমিক ও অন্যান্য সরকারি অফিস সমূহ। অনুষ্ঠানটির আয়োজন করনে, দুর্নীতি প্রতিরোধক কমিটি (দুপ্রক), সারিয়াকান্দি, বগুড়া এবং সার্বিক তত্ত্বাবধানে আছেন, উপজেলা নির্বাহী অফিসার সারিয়াকান্দি বগুড়া।