
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতি (রেজি নং ঃ- ১২০৬৮) সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে সিরাজগঞ্জ সহকারি শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। শুক্রবার ( ২০ নভেম্বর) সকাল ১০ ঘটিকার সময় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় ও সভাপতি আমিনুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিরাজগঞ্জ-২ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মাদ শামছুদ্দীন মাসুদ ও সাধারণ সম্পাদক সাবেরা বেগম। সিরাজগঞ্জে ৯টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।