জুয়েল খন্দকার, মালদ্বীপে :- মালদ্বীপের প্রেসিডেন্ট ইয়ামিন আবদুল গাইয়ুম যেসব এমপিদের বহিস্কার করেছিলেন, সুপ্রিম কোর্ট তাদের পুনর্বহালের পর তারা আবার ফিরে আসলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারেন ইয়ামিন আবদুল গাইয়ুম। তবে ইয়ামিন বলেছেন, কে মালদ্বীপ শাসন করবে, তা যাচাইয়ের জন্য তিনি আগাম প্রেসিডেন্ট নির্বাচন দিতে চান। রাজনৈতিক বন্দীদের মুক্তি ও পুনর্বিচারের জন্য সুপ্রিম কোর্ট আদেশ দেয়ার পর দেশটিতে রাজনৈতিক অস্থিরতা তৈরির প্রেক্ষিতে প্রেসিডেন্ট এ কথা বললেন।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আদেশ দেয় যে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদসহ রাজনৈতিক বন্দীদের ছেড়ে দিতে হবে। আদালতের ওই আদেশের পর প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বললেন প্রেসিডেন্ট ইয়ামিন। তিনি বলেন, আগামী নভেম্বরে তার মেয়াদ শেষ হওয়ার কয়েক মাস আগেই তিনি আগাম প্রেসিডেন্ট নির্বাচন দিতে চান।
রাজনৈতিক বন্দীদের মুক্তির আদেশ দেয়া ছাড়াও ১২ জন এমপিকে পুনর্বহালের আদেশ দেয় সুপ্রিম কোর্ট, বিরোধীদের প্রতি আনুগত্য প্রকাশের অভিযোগে এদেরকে বহিস্কার করা হয়েছিল।
বহিস্কৃত এমপিরা ফিরে আসলে ৮৫ সদস্যবিশিষ্ট পার্লামেন্ট ইয়ামিনের প্রগ্রেসিভ পার্টি সংখ্যাগরিষ্ঠতা হারাবে। এতে পার্লামেন্টে প্রেসিডেন্টের প্রতিদ্বন্দ্বী দলের কাছে ক্ষমতা চলে যেতে পারে।
বিরোধীদলীয় এমপি আহমেদ মাহলুফ জানান, ৫ ফেব্রুয়ারি পার্লামেন্ট অধিবেশন শুরুর সিদ্ধান্ত অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। তিনি বলেন, সরকার সংখ্যাগরিষ্ঠতা হারানোর ভয় থেকে এ সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে।
ইয়ামিন বলেন, তিনি আদালতের এমন আদেশের আশা করেননি। তবে কিভাবে এটা বাস্তবায়ন করা যায়, তা ঠিক করতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে অনেক কাজ করতে হবে। প্রগ্রেসিভ পার্ট অব দ্য মালদ্বিভস আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, আমরা সুপ্রিম কোর্টের আদেশ এমনভাবে বাস্তবায়ন করতে চাই, যাতে জনগণের কোন সমস্যা না হয়।
গত শনিবার আদালতের আদেশের পর দ্বিতীয় দফায় একজন পুলিশ প্রধানকে বরখাস্থ করেন ইয়ামিন। ইয়ামিনের অফিস থেকে জানানো হয় যে, তিনি আহমেদ সাউধিকে বরখাস্থ করে ডেপুটি পুলিশ কমিশনার আব্দুল্লা নওয়াজকে ভারপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন পুলিশ প্রধানের দায়িত্ব দিয়েছেন। অবশ্য বরখাস্থের কোন কারণ জানানো হয়নি।
সাউধিকে শুক্রবার অন্তর্বর্তীকালীন পুলিশ প্রধান করা হয়েছিল। এর একদিন আগেই আহমেদ আরিফকে বরখাস্থ করেছিলেন ইয়ামিন। পুলিশ সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন করবে, এরকম ঘোষণা দেয়ার পরপরই আহমেদ আরিফকে বরখাস্ত করা হয়। অ্যাটর্নি জেনারেল বলেন, প্রেসিডেন্ট ইয়ামিন বারবার যোগাযোগের চেষ্টার পরও তাকে না পাওয়ায় তাকে বরখাস্ত করা হয়।
মালদ্বীপের সরকার রোববার জানিয়েছে যে, সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ইয়ামিন আব্দুল গাইয়ুমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তবে পুলিশ ও সেনাবাহিনী জানিয়েছে, এই আদেশ কার্যকর করা হবে না। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীল রোববার সকালে বলেন, প্রেসিডেন্ট ইয়ামিনকে গ্রেফতারের জন্য সুপ্রিম কোর্টের আদেশের ব্যাপারে অবগত হয়েছে সরকার। তবে এ আদেশকে অসাংবিধানিক আখ্যা দিয়ে তিনি বলেন, পুলিশ ও সেনাবাহিনী প্রেসিডেন্টকে গ্রেফতারের এ আদেশ প্রত্যাখ্যান করেছে।
Please follow and like us: