
ইমরান খান রাজ (দোহার প্রতিনিধি)
ঢাকার দোহার উপজেলার নারিশা ইব্রাহিমীয়া মাদ্রাসার মেধাবী ছাত্র আগুনে দগ্ধ মো: রানা হোসেনের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সাহায্য দিয়ে পাশে দারিয়েছে নারিশা সমাজ কল্যাণ সংগঠন। গত ৩ মার্চ শনিবার বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে রানার আত্নীয় আ: মালেক হোসেনের হাতে নগদ নয় হাজার (৯,০০০) টাকা প্রদান করা হয়।
সংগঠনের আহবায়ক জনাব মাহাবুব রহমান বলেন, রানা আমাদের এলাকার সন্তান। উন্নত চিকিৎসার মাধ্যমে তাকে ভালো করে তুলতে হবে। রানাসহ সকল অসহায় ও দরিদ্র মানুষের পাশে আমাদের সংগঠন থাকবে। এসময় তিনি রানার পাশে দাঁড়াতে এলাকার বিত্তবান মানুষের প্রতি আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন নারিশা সমাজ কল্যাণ সংগঠনের যুগ্ন-আহবায়ক আনোয়ার হোসেন, সাইদুল ইসলাম সাইদ, ইলিয়াস আহমেদ, মেহেদি ফারুক সেন্টু, সুবল দাস, সংগঠনের উপদেষ্টা আব্দুল খালেক, জয়নাল কাজী, শহীদ মাহমুদ, বেলায়েত হোসেন পুলক, কামরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য যে, গত ১১ ফেব্রুয়ারি অগ্নিকাণ্ডে দগ্ধ হয় নারিশা ইব্রাহিমীয়া মাদ্রাসার মিজান জামাতের মেধাবী ছাত্র মো: রানা (১৪)। বর্তমানে মো: রানা ঢাকা মেডিকাল কলেজ হাসপাতালে ডা: নাজমুল হাসানের অধীনে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসক জানায়, রানার শরীরের প্রায় ৩০ শতাংশ আগুনে পুড়ে গেছে। তার শরীরের পোড়া অংশের চামড়া ইতোমধ্যে কেটে ফেলা হয়েছে।