স্টাফ রিপোর্টার, বরিশাল ॥
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের সময়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ায় দ্রুত মামলা নিস্পত্তি হচ্ছে। ফলে এখন আর আগেরমতো মামলার জট বাড়ছেনা। যেকারণে দূর্ভোগের হাত থেকে রক্ষা পাচ্ছেন বিচার প্রার্থীরা। আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারকদের সততা অর্জনসহ অনৈতিক আইনজীবীদের অনৈতিক পদ ত্যাগ করার আহবান করে তিনি আরও বলেন, বরিশালসহ যেসব জেলায় বিচার বিভাগে এখনও কিছু কিছু সমস্যা রয়েছে তা খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান করার জন্য তারা চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। আগামী ১৪ মে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্যানেলের মতবিনিময় সভা বরিশাল আইনজীবী সমিতির ভবনে অনুষ্ঠিত হয়। সভায় বরিশাল আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট ওবায়দুল্লাহ সাজুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের প্যানেল স্পীকার ও বরিশাল বারের সাবেক সভাপতি এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি, এ্যাডভোকেট সানজিদা খাতুন এমপি, বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের প্রার্থী এ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন, সৈয়দ রেজাউর রহমান, এইচএএম জহিরুল ইসলাম খান (জেডআই খান পান্না), শ.ম রেজাউল করিম, পরিমল চন্দ্র গুহ, মোহাম্মদ মোখলেছুর রহমান বাদল, পারভেজ আলম খান, বরিশাল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সিনিয়র সদস্য মানবেন্দ্র ব্যাটবল, সুপ্রিম কোট বার এসোসিয়েশনের সদস্য গোলাম আব্বাস চৌধুরী দুলাল প্রমুখ।