আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় এক অন্তঃসত্বা গৃহবধূকে ভুল ওষুধ দেয়ায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ছোট বাশাইল গ্রামের কবির শিকদারের মেয়ে ও কালকিনি উপজেলার মাইচপাড়া গ্রামের মেহেদী হাসানের স্ত্রী তিন মাসের অন্তঃসত্বা কলি আক্তার (২০) গত ১৯ ফেব্র“য়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ বখতিয়ার আল মামুনের কাছে আসলে ওই রোগীকে বমির ওষুধসহ বিভিন্ন ওষুধের ব্যবস্থাপত্র দেয়। ওই রোগী তখন উপজেলা সদরে অবস্থিত দোবির হোসেন পাইকের দোয়েল মেডিকেল হলে ওষুধ কিনতে গেলে ফার্মেসী মালিক বমির ওষুধের পরবর্তীতে ৭টি ঘুমের ট্যাবলেট দেয়। ওই রোগী ঘুমের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পরলে গতকাল সোমবার সকালে ওই ওষুধ নিয়ে আবারও ডাঃ বখতিয়ার আল মামুনের কাছে আসলে তিনি জানান, তার লেখা ওষুধ পরিবর্তন করে বমির ট্যাবলেটের পরিবর্তে ঘুমের ট্যাবলেট দেয় যা খেয়ে ওই রোগীর বাচ্চা নষ্ট হবার আশংকা রয়েছে। এঘটনায় গৃহবধূ অন্তঃসত্বা কলি আক্তার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আলতাব হোসেন ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেলকে অবহিত করলে সে বিষয়টি থানাকে অবহিত করে ব্যবস্থা নেয়ার কথা বলেন। কিন্তু থানায় অভিযোগ দায়ের করার পরও ওই ফার্মেসী মালিকের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি পুলিশ।