৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • আগৈলঝাড়ায় অন্তঃসত্বা গৃহবধূকে ভুল ওষুধ দেয়ায় ফার্মেসী মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ।




আগৈলঝাড়ায় অন্তঃসত্বা গৃহবধূকে ভুল ওষুধ দেয়ায় ফার্মেসী মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ।

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৬ ২০১৮, ২১:০১ | 701 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় এক অন্তঃসত্বা গৃহবধূকে ভুল ওষুধ দেয়ায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ছোট বাশাইল গ্রামের কবির শিকদারের মেয়ে ও কালকিনি উপজেলার মাইচপাড়া গ্রামের মেহেদী হাসানের স্ত্রী তিন মাসের অন্তঃসত্বা কলি আক্তার (২০) গত ১৯ ফেব্র“য়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ বখতিয়ার আল মামুনের কাছে আসলে ওই রোগীকে বমির ওষুধসহ বিভিন্ন ওষুধের ব্যবস্থাপত্র দেয়। ওই রোগী তখন উপজেলা সদরে অবস্থিত দোবির হোসেন পাইকের দোয়েল মেডিকেল হলে ওষুধ কিনতে গেলে ফার্মেসী মালিক বমির ওষুধের পরবর্তীতে ৭টি ঘুমের ট্যাবলেট দেয়। ওই রোগী ঘুমের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পরলে গতকাল সোমবার সকালে ওই ওষুধ নিয়ে আবারও ডাঃ বখতিয়ার আল মামুনের কাছে আসলে তিনি জানান, তার লেখা ওষুধ পরিবর্তন করে বমির ট্যাবলেটের পরিবর্তে ঘুমের ট্যাবলেট দেয় যা খেয়ে ওই রোগীর বাচ্চা নষ্ট হবার আশংকা রয়েছে। এঘটনায় গৃহবধূ অন্তঃসত্বা কলি আক্তার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আলতাব হোসেন ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেলকে অবহিত করলে সে বিষয়টি থানাকে অবহিত করে ব্যবস্থা নেয়ার কথা বলেন। কিন্তু থানায় অভিযোগ দায়ের করার পরও ওই ফার্মেসী মালিকের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি পুলিশ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET