
বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় বেসরকারী এনজিও আলোশিখা রাজিহার সমাজ উন্নয়ন কেন্দ্রের ২০১৭ সালের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার আলোশিখা রাজিহার সমাজ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক জেমস মৃদুল হালদারের সভাপতিত্বে দিনব্যাপী বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ন-সচিব ড. রীতা সেন। আরও বক্তব্য রাখেন আহমদ এন্ড আখতার চাটার্ড একাউন্ট্যান্ট ম্যানেজিং পাটনার কাঞ্চিলাল দাস, এনজিও সহ-সভাপতি সচিন্দ্র নাথ অধিকারী, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি কেএম আজাদ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম ওমর আলী সানি, প্রবীর বিশ্বস ননী। এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও আলোশিখার বিভিন্ন প্রোগ্রামের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এনজিও’র বিভিন্ন পর্যায়ের কর্মী, শিক্ষার্থী ও অতিথিদের পুরস্কার বিতরণ করা হয়।