
বরিশাল প্রতিনিধিঃ- বরিশালের আগৈলঝাড়া উপজেলা শিল্পকলা একাডেমীর ৬মাস মেয়াদী প্রশিক্ষানার্থীদের মাঝে সনদপত্র বিতরন করা হয়েছে। জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে উপজেলা অফিসাস্ ক্লাবে উপজেলা শিল্পকলা একাডেমীর ৬মাস মেয়াদী প্রশিক্ষানার্থীদের মাঝে সনদপত্র বিতরন করেন শিল্পকলা একাডেমীর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল। এসময় বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক ও কৃষি সম্প্রসারন কর্মকর্তা দোলন চন্দ্র রায়, শিল্পকলা একাডেমীর সদস্য ও আগৈলঝাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ শামীমুল ইসলাম শামীম, বেবীহোমের উপ-তত্বাবধায়ক আবুল কালাম আজাদ, রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক শরবিন্দু, ললিতা সরকার বৃষ্টিসহ প্রমুখ। শিল্পকলা একাডেমীর নৃত্য ১৫জন, সংগীতে ১৯জন ও চিত্রাঙ্কনে ২৮জন শিশু শিক্ষার্থীদের মাঝে ৬মাস মেয়াদী সনদপত্র বিতরন করা হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।