বরিশাল প্রতিনিধিঃ- বরিশালের আগৈলঝাড়ায় নার্সিং কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লাশ পোস্টমর্ডেমের জন্য বরিশাল প্রেরন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের নওপাড়া গ্রামের গৌরাঙ্গ বল্লভের ছেলে নার্সিং কলেজের ছাত্র গৌতম বল্লভ (২০) মঙ্গলবার রাতে বাড়ির পাশে একটি গাছের সাথে রহস্যজনক ভাবে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। তুচ্ছ ঘটনা নিয়ে গৌতম কয়েক দিন ধরে পরিবারের খাবার খাওয়া বন্ধ করে দেয়। পরে সে আত্মহত্যার পথ বেছে নেয় বলে স্থানীয়রা জানান। গতকাল বুধবার সকালে এসআই মোশারফ গৌতম বল্লভের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লাশ পোস্টমর্ডেমের জন্য বরিশাল প্রেরন করা হয়েছে।