বরিশাল প্রতিনিধিঃ- বরিশালের আগৈলঝাড়ায় গনধর্ষণ মামলার দুই আসামীকে জেল হাজতে প্রেরনের নিদের্শ দিয়েছে আদালত। উপজেলার কান্দিরপাড় গ্রামের নুর মোহাম্মদ সরদারের ছেলে ইলিয়াস সরদার ও কাজির গ্রামের সুলতান সরদারের ছেলে মিজানুর সরদার একই গ্রামের এক ছাত্রীকে গনধর্ষণ করা মামলার আসামী। তারা সোমবার বরিশাল অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট আদালতের বিচারক মো.শিহাবুল ইসলামের আদালতে হাজির হলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নিদের্শ দেয়। মামলার বাদী উপজেলার কান্দিরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। গত বছর ১৮ সে্েপ্টম্বর দুপুরে বন্ধুদের সাথে বিলের মধ্যে শাপলা তুলতে যায়। এসময় ইলিয়াস ও তার বন্ধু মুন্নাসহ কয়েকজন মিলে তাকে ধর্ষন করে এবং ধর্ষনের ভিডিও চিত্র ধারন করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ২৭ সে্েপ্টম্বর ওই ছাত্রী বাদী হয়ে থানায় ইলিয়াসসহ ৮জনকে আসামী করে মামলা দায়ের করে। ওই মামলায় তারা হাজির হলে আদালতের বিচারক তাদের জামিন না দিয়ে জেল হাজতে প্রেরন করার নিদের্শ দেয়।