
বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় এক প্রতিবন্ধির স্ত্রী ও দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা দায়ের করেছে ধর্ষিতা। এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব পয়সা গ্রামের এক প্রতিবন্ধীর স্ত্রী ও দুই সন্তানের জননীকে একই এলাকার ওমেজ দেওয়ানের ছেলে আয়নাল হক দেওয়ান প্রায়ই তার স্বামীর অসুস্থতার সুযোগে বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসছিল। ওই নারী আয়নালের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গত ৬মে রাতে বাদীর বসত ঘরে ঢুকে জোর করে আয়নাল তাকে ধর্ষণ করে। ধর্ষণের অভিযোগে ধর্ষিতা গৃহবধু বাদী হয়ে সোমবার (২২মে) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে আয়নাল হক দেওয়ানকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। আদালতের বিচারক শেখ আবু তাহের অভিযোগটি আমলে নিয়ে আগৈলঝাড়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।