
আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা গ্রামের পল্টন হালদারের স্ত্রী রিতা হালদার (৩০) গতকাল বৃহস্পতিবার সকালে ঘরের আড়ার সাথে রশি দিয়ে আত্মহত্যা করে। স্থানীয়রা জানান, গৃহবধূর পরিবার এনজিও সহ বিভিন্ন স্থানে বহু ঋণগ্রস্থ হয়ে পরে। একারনে প্রায়ই স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকতো। সে কারনে গৃহবধূ আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশকে সংবাদ দিলে এসআই সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে, যার নং-১(৩-১-২০১৮)।