বরিশাল প্রতিনিধিঃ- কেন্দ্রীয় নির্দেশের অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়ায় স্বাস্থ্য সহকারীদের উদ্যোগে গৌরনদী, উজিরপুর ও বাবুগঞ্জের স্বাস্থ্য সহকারীদের সমন্বয়ে ৪দফা দাবী আদায়ের লক্ষে হাসপাতালের সামনে অনির্দিষ্ট কালের জন্য ২য় দিনের মতো কর্ম বিরতি পালন করেছে স্বাস্থ্য কর্মীরা। ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার বাস্তবায়নের দাবীতে টেকনিক্যাল পদমর্যদাসহ বেতন স্কেল, মাঠ/ভ্রমন ভাতা ও ঝুঁকি ভাতা মূল বেতনের ৩০%, প্রতি ছয় হাজার জনগোষ্টির জন্য একজন স্বাস্থ্য সহকারী নিয়োগ এবং দ্রুত সময়ের মধ্যে শূণ্য পদে নিয়োগ, এবং ১০% পোষ্য কোটা প্রবর্তনের চার দফা দাবি আদায়ের লক্ষে
গতকাল মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন আগৈলঝাড়া, গৌরনদী, উজিরপুর ও বাবুগঞ্জের স্বাস্থ্য সহকারীদের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি কর্মসূচী পালন করেন। স্বাস্থ্য সহকারী প্রধান সমন্বয়কারী আরিফ হোসেন মোল্লার সভাপতিত্বে কর্মসূচী চলাকালীন সময়ে বক্তব্য রাখেন বিভাগীয় সভাপতি জিয়াউল হাসান, বরিশাল জেলা সভাপতি একেএম মাইনউদ্দিন, বাবুগঞ্জ উপজেলা সভাপতি এস এম আমিরুল ইসলাম, সাধারন সম্পাদক আবু ছালে মাহামুদ, উজিরপুর উপজেলা সাধারন সম্পাদক শাকিল হাসান বায়জিদ, সদস্য রকিবুল ইসলাম, সরিফুল ইসলাম, গৌরনদী উপজেলা সভাপতি মনিরুজ্জামান, সম্পাদক নুরুজ্জামান শরীফ, সদস্য খায়রুল আলম, আবু সাইদ নয়ন, স্বাস্থ্যকর্মী মনির হোসেন জমদ্দার, সিঞ্চন বাড়ৈ, অমল অধিকারী, লক্ষন চন্দ্র পাল, কামরুল হাসান, রামানন্দ সরকার, দুলাল বিশ্বাস, গোবিন্দ চন্দ্র হালদার, মালা রানী পাত্র, রুফাইদা আক্তার, শিলাবতী বালা, জোসনা রানী, নুরুন নাহার আক্তার, তৃপ্তি রায়, শিলা বাগচী, ইউসুফ সরদার, কানিচ ফাতেমা, সেলিনা আক্তার, নীল কান্ত হালদার, শ্যাম কান্ত সমদ্দার, জামাল হোসেন, কল্পনা রানী হালদার, রমা রানী ও বদরুন নেসা। স্বাস্থ্য কর্মীদের কর্ম বিরতি পালনের ফলে সকল টিকাদান কর্মসূচী বন্ধ থাকায় উদ্বিগ্ন অভিভাবরা।