বরিশাল প্রতিনিধিঃ- বরিশালের আগৈলঝাড়ায় ছেলের বিরুদ্ধে মাকে গাছ চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মুর্মুষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আহত মা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার অশোকসেন গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আ.মালেক মোল্লার স্ত্রী শাহানুর বেগম (৬০) সোমবার নিজের বাড়িতে লাগানো গাছ কাটার জন্য শ্রমিক নেয়। শ্রমিক গাছের ডালপালা কাটা শুরু করলে বাধা দেয় শাহানুর বেগমের ছেলে খোকন মোল্লা। এ নিয়ে মা ও ছেলের মধ্যে উত্যপ্ত বাকবিতন্ডা হয়। এর একপর্যায় মাকে মেরে ফেলার হুমকি দিয়ে ধাক্কা দিলে উপর থেকে একটি গাছের ডাল শাহানুর বেগমকে চাপা দিলে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়া হলে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেবাচিমে প্রেরন করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে মঙ্গলবার গভীর রাতে মুর্মুষ অবস্থায় শাহানুর বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।