
আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় জমির দখল নেওয়ার কৌশলে জমির থোর মুখো কাঁচা ফোলা ধান কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার বড় বাশাইল গ্রামের মন্নান হাওলাদারের ছেলে জুলহাস হাওলাদার ৫ বছর পূর্বে একই গ্রামের হরিদাস ঘটকের ছেলে কান্ত লাল ঘটকের কাছ থেকে ২২.৫০ শতাংশ নাল জমি ক্রয় করে ভোগ দখল করে আসলেও একই গ্রামের মৃত কালী চরন মধুর পুত্র মধু জয়ধর তার অনুসারী লোক নিয়ে জুলহাসের ভোগ দখলীয় জমি বিভিন্ন ভাবে জবর দখলের চেষ্টা চালায়। চলতি বছরে জুলহাস ওই জমিতে বোরো ধান চাষ করে। বর্তমানে ওই জমির ধান থোর মুখো কাঁচা ফোলা। প্রতিপক্ষরা ওই জমি দখলে নেওয়ার কৌশলে গত ২৯ মার্চ জমি দখলের কৌশলে তরিঘরি করে কাঁচা ফোলা থোর মুখো ধান কেটে নেয়। এ ঘটনায় জুলহাস হাওলাদার বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।