
আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় পার্টি ও বিএনপি’র শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন। শুক্রবার বিকেলে উপজেলার ভদ্রপাড়া গ্রামে আওয়ামীলীগে যোগদান উপলক্ষে আয়োজিত উঠান বৈঠকে ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লাল মিয়া সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি বরিশাল-১ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, আবুল হাসানাত আব্দুল্লাহ এম.পি’র হাতে ফুলের তোড়া দিয়ে ভদ্রপাড়া গ্রামের চার সমাজের সাবেক ইউপি সদস্য ও জাতীয় পার্টি আগৈলঝাড়া শাখা সাংগঠনিক সম্পাদক শাহজাহান সরদারের নেতৃত্বে জাতীয় পার্টির অন্যান্য নেতাকর্মীসহ বিএনপি নেতা মুক্তিযোদ্ধা আঃ রহমান সরদার, বজলুল হক সরদার, সত্তার শিকদার, আলতাফ হোসেন সরদারসহ শতাধিক নেতাকর্মী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রানিত হয়ে শেখ হাসিনা’র হাতকে আরও শক্তিশালী করার লক্ষে আওয়ামীলীগে যোগদান করেন। এ সময় আরও বক্তব্য রাখেন, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বরিশাল- ২ আসনের সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুচ ও সদ্য যোগদানকারী চার সমাজের পক্ষ থেকে শাহজাহান সরদার প্রমুখ ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এ্যাড. বলরাম পোদ্দার, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন সেরনিয়াবাত, বরিশাল জেলা আওয়ামীলীগ নেতা ও আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সদস্য গোলাম মোর্তুজা খাঁন, আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, বরিশাল জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট রনজিৎ কুমার সমদ্দার, পেয়ারা ফারুক বক্তিযার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রাণী রায়, আগৈলঝাড়া মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, আওয়ামীলীগ নেতা রুস্তম সেরনিয়াবাত, আবুল বাশার হাওলাদার, গিয়াস উদ্দিন মোল্লা, উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি সবুজ আকঁন, উপজেলা যুবলীগের সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইকসহ স্থানীয় জনপ্রতিনিধিসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।