বরিশাল প্রতিনিধি :
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় চেংগুটিয়া উদীয়মান যুব সমাজের উদ্যোগে রকিব তালুকদারের সৌজন্যে দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল
সোমবার বিকেলে নতুন বছরের শুভেচ্ছা স্বরূপ উপজেলার চেংগুটিয়া উদীয়মান যুব সমাজের উদ্যোগে রকিব তালুকদারের নিজ বাসভবনে ওই অঞ্চলের অসহায় দরিদ্রদের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ আমার পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক দেশজনপদ গৌরনদী প্রতিনিধি আতাউর রহমান (চঞ্চল), বাংলাদেশ আমার বার্তা সম্পাদক ও দৈনিক সাহসী বার্তা গৌরনদী প্রতিনিধি আরিফিন রিয়াদ, বাংলাদেশ আমার ফটো সাংবাদিক হাওলাদার আলামিন, রিমন তালুকদার, কাজল তালুকদার, সাকিব তালুকদার, সায়েদ তালুকদার, নাদিম তালুকদার, সহ উদীয়মান যুব সমাজের অন্যান্য সদস্যবৃন্দ। সমাজ সেবক রকিব তালুকদার জানান, প্রতি বছরের ন্যায় এবারও গরিব দুঃখিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তিনি আরও জানান, প্রায় পাঁচ শতাধিক লোকের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ কর্মসূচি অব্যাহত থাকবে।