
আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় মাদক সেবনের সময় পুলিশের হাতে আটক দুই শিক্ষার্থীকে ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপজেলার বাশাইল গ্রামের শিপন হাসান (২২) ও নাঈমুল ইসলাম (১৯) কে শিহিপাশা গ্রাম থেকে সিগারেটের মধ্যে গাঁজা ভরে সেবনের সময় পুলিশ গ্রেফতার করে। গতকাল মঙ্গলবার সকালে ভ্রাম্যমান আদালতে তাদের হাজির করলে আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল’র কাছে ওই শিক্ষার্থীরা নিজেদের দোষ স্বীকার করায় উভয় শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে জরিমানার রায় প্রদান করেন।
Please follow and like us: