
বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন আশ্রাফ আহমেদ রাসেল। মঙ্গলবার তিনি নির্বাহী কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেছেন। মঙ্গলবার বিকেলেই তিনি আগৈলঝাড়ায় পৌছে গতকাল বুধবার প্রথম কার্য দিবস হিসেবে অফিস করেছেন। অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ মে নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমন আগৈলঝাড়া থেকে বদলী হন। বিশ দিন শূন্য থাকার পর আশ্রাফ আহমেদ রাসেল নিবার্হী কর্মকর্তা হিসেবে যোগদান করে গতকাল বুধবার অফিস করেছেন। আশ্রাফ আহমেদ রাসেল সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে দ্বায়িত্ব পালন করেন। সেখান থেকে নির্বাহী কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেয়ে আগৈলঝাড়ায় যোগদান করলেন তিনি। এই সময়ের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শতরূপা তালুকদার নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দ্বায়িত্ব পালন করছিলেন।