‘আমাদের গ্রাম আমরাই রাখব পরিস্কার’ স্লোগান সামনে রেখে যুবসমাজের উদ্যোগে গত শুক্রবার (১১ জুন) সকালে প্লাস্টিক দূষণ বন্ধে সচেতনতা বৃদ্ধির জন্য পরিস্কার ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেংগুটিয়া গ্রামের যুবক সৈয়দ মাজারুল ইসলাম রুবেলের সমন্বয়ে অর্ধশতাধিক যুবক চেংগুটিয় বাজার ঈদগাঁহ মাঠ থেকে অভিযান কার্যক্রম শুরু করেন।
মুজিববর্ষের অঙ্গীকার গ্রাম থাকবে পরিস্কার এবং আগামীদিনের চেংগুটিয়াকে একটি পরিচ্ছন্ন গ্রাম গড়ার অঙ্গীকার ব্যক্ত করে যুবসমাজের ব্যতিক্রমধর্মী আয়োজনকে সাধুবাদ জানিয়ে অংশগ্রহণ করেন জেলার ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির তালুকদার, প্রধান শিক্ষক এইচএম মানিক হাচান প্রমুখ।
Please follow and like us: