আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় পূর্ব বিরোধ ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে মহিলাসহ ১০জন আহত হয়েছে। এঘটনায় ৪জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপজেলার কোদালধোয়া গ্রামের বুদ্ধি দাসের স্ত্রী পুতুল দাস বাড়ির পাশের ডোবায় মাছ ধরতে গেলে একই এলাকার সোনাই দাসের পুত্র সুনীল দাস ও সুদাই দাস মাছ ধরতে বাধা প্রদান করে। এতে উভয় পক্ষের বাকবিতন্ডার এক পর্যায় সুনীল ও সুদাই দাসের হামলায় বুদ্ধি দাস (৬০), তার স্ত্রী পুতুল দাস (৩৫) ও ছেলে মনোতোষ দাস আহত হয়। এদেরকে স্থানীয়রা উদ্ধার করে রাতেই উপজেলা হাসপাতালে ভর্তি করে। অন্যদিকে একইদিন উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের বৃদ্ধ মালেক সরদারকে জমির পূর্ব বিরোধ ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার উকিল উদ্দিন সরদার, বাবুল, মজিবর ও আবুল সরদারের হামলায় মালেক সরদার (৭৫), রুবেল সরদার (২২), শাহাদাৎ সরদার (৩০) ও ভাষান সরদার (৩০) আহত হয়। এদের মধ্যে মালেক সরদারকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। উভয় ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।