বরিশাল প্রতিনিধিঃ- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালী শেষে দলীয় কার্যালয়ে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামীলীগ কার্যনির্বাহী কমিটির সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা আওয়ামীলীগের সমন্বয়ক আবু সালেহ লিটন সেরনিয়াবাত, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বখতিয়ার, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা আ’লীগ নেতা যতীন্দ্র নাথ মিস্ত্রি, আ.ছাত্তার মোল্ল¬া, আবুল বাশার হাওলাদার, গিয়াস উদ্দিন মোল্লা, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক রমনী কান্ত সরকার, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, সোয়েব ইমতিয়াজ লিমন, মোস্তফা সরদার, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারন সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির পাইক প্রমুখ।