আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল। গতকাল সোমবার সকালে উপজেলা সদরের এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল’র সভাপতিত্বে উদ্বোধন পূর্বক বিজ্ঞান মেলার আলোচনা সভায় বক্তব্য রাখেন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের অধ্যক্ষ কমলা রানী মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.নজরুল ইসলাম, বিএইচপি একাডেমীর প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রী, এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন আর রশিদ, এসএম বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সরদার হারুন রানা ও প্রেসক্লাব সভাপতি কেএম আজাদ রহমানসহ প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল বিজ্ঞান মেলার উদ্বোধন ঘোষনা করেন।