
আগৈলঝাড়া প্রতিনিধিঃ
১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা বরিশাল আগৈলঝাড়ায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যেগে গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুস রইচ সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, মলিনা রানী রায়, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, সহকারী কমান্ডার সিরাজুল হক সরদার, ওসি(তদন্ত) নকিব আকরাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা সেটেলমেন্ট কর্মকর্তা অশোক কুমার দেবনাথ, প্রধান শিক্ষক জহিরুল হক, যতীন্দ্রনাথ মিস্ত্রী, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস প্রমুখ। সভায় ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দিবসটি পালনের লক্ষে বিভিন্ন কমিটি ও উপকমিটি গঠন করা হয়েছে।