
বরিশাল প্রতিনিধিঃ- বরিশালের আগৈলঝাড়ায় এক মুক্তিযোদ্ধা ও একজন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। জানা গেছে, গতকাল শুক্রবার উপজেলার রতœপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের মুক্তিযোদ্ধা আবতাবউদ্দিন শাহ্ (৮০) বার্ধক্যজনিত কারনে সকালে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে, ৩মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এর উপস্থিতিতে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, মুক্তিযোদ্ধা লিকায়ত আলী হাওলাদারসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। অন্যদিকে একই গ্রামের ব্যবসায়ী আঃ খালেক শাহ্ (৮০) বার্ধক্যজনিত কারনে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে, ৫মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। এই দুই ব্যক্তির জানাজা গতকাল আছর বাদ বারবাইকা মুসলিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।