বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় এক কীটনাশক ব্যবসায়ীর দোকান থেকে মেয়াদ উর্ত্তীন কীটনাশক ও সার জব্দ করা হয়েছে। জানাগেছে, গত বুধবার বিকেলে উপজেলার সাহেবের হাট বাজারের কীটনাশক ব্যবসায়ী সুশেন সরকারের দোকান থেকে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দোলন চন্দ্র রায় মেয়াদ উর্ত্তীন সার ও কীটনাশক জব্দ করেন। এ সময় তার দোকান থেকে প্রায় দশ হাজার মেয়াদ উর্ত্তীন সার ও কীটনাশক জব্দ করা হয়। এছারাও একই বাজারের কীটনাশক ব্যবসায়ী শিশির রঞ্জন সরকারের দোকানে একই সাথে কীটনাশক ও মুদিমাল রাখার জন্য হুঁশিয়ারি করা হয়। এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দোলন চন্দ্র রায় বলেন, সাহেবের হাট বাজারের কীটনাশক ব্যবসায়ী সুশেন সরকারের দোকান থেকে মেয়াদ উর্ত্তীন কীটনাশক ও সার জব্দ করা হয় এবং অন্য দোকানে একই সাথে কীটনাশক ও মুদিমাল রাখতে দেখা যায়। তাদেরকে প্রথম বারের মত শর্তক করে দেয়া হয়েছে, ভবিষ্যতে এরূপ হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।