বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় মাঘী পূর্ণীমা উপলক্ষে ঐতিহ্যবাহী মনোহর পাগল সেবা আশ্রমে হাজার হজার ভক্তবৃন্দের ঢল। জানাগেছে, উপজেলার বাকাল ইউনিয়নের সরবাড়ী (জোবারপাড়) গ্রামে অবস্থিত মহামানব মনোহর পাগল সেবা আশ্রমে প্রতি বছর মাঘী পূর্ণিমা উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে কৃপা লাভের আশায় হাজার হাজার ভক্তবৃন্দ এসে উপস্থিত হন। ওইদিন সকাল থেকে পরেরদিন সকাল পর্যন্ত চলে আগত ভক্তবৃন্দদের জন্য প্রসাদের ব্যবস্থা। সন্ধ্যা থেকে পরেরদিন সকাল পর্যন্ত চলে নামকীর্তন। এসময় দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্তবৃন্দরা এখানে এসে উপস্থিত হয়। চলে রোগমুক্তিসহ বিভিন্ন মানষকামনা পূরণের প্রার্থনা। গত বুধবার মাঘী পূর্ণীমা উপলক্ষে মনোহর পাগল সেবা আশ্রমে গিয়ে আগত ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ এর পুত্র, বরিশাল জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ্। এসময় তিনি আগত ভক্তবৃন্দদের সাথে কথা বলেন এবং সকলের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এ সময় গৈলা ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন তালুকদার, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, আশ্রমের সেবায়েতবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।