বরিশাল প্রতিনিধিঃ- বরিশালের আগৈলঝাড়ায় কয়েকদিন ধরে কনকনে শীত, শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশার কারনে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের কারনে উপজেলার রাহুতপাড়া গ্রামের বাহাউদ্দিন মোল্লার পোল্ট্রি ফার্মের ৫শতাধিক মুরগী মারা গেছে। পোল্ট্রি ফার্ম মালিক বাহাউদ্দিন মোল্লা জানান, দীর্ঘদিন ধরে পোল্ট্রি ফার্মে বিদ্যুৎ সংযোগ না থাকায় মুরগীগুলো মারা গেছে বলে জানান। মুরগীগুলো মারা যাওয়ায় ব্যবসায়ীক ভাবে অনেক ক্ষতিগ্রস্থ হয়েছেন। অধিক শীত ও কুয়াশার কারনে নিম্ন মধ্যবিত্ত ঘরের লোকজন পড়েছে মহাবিপাকে। তারা গতকাল শনিবার দুপুর পর্যন্ত ঘর থেকে বাহির হতে পারছেন না। শীতের কারনে হতদরিদ্র মানুষ গরম কাপড়ের অভাবে খড়কুটা জ্বালিয়ে শীত নিবারন করছে। শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে পুরনো কাপড়ের দোকানে ভিড় বাড়ছে। কয়েকদিন ধরে কনকনে শীত আর ঘন কুয়াশা যেন পাল্লা দিয়ে বাড়ছে। কুয়াশার কারনে দিনের অর্ধেক সময় পার হলেও সূর্যের দেখা মিলছে না। শীতের তীব্রতা আর ঘন কুয়াশার কারনে শিশু এবং বয়োবৃদ্ধদের ঠান্ডাজনিত রোগবালাই বেড়েই চলছে। অধিক কুয়াশার কারনে জমির বীজ ধান পুড়ে যাচ্ছে। শীতের কারনে সন্ধ্যার পরপরই রাস্তা-ঘাট ও হাট-বাজারে লোকজনের উপস্থিতি কমে যাচ্ছে। তীব্র শীত ও কুয়াশার কারনে দিনমজুর শ্রেণীর মানুষ তাদের কর্মস্থলে যেতে পারছে না। অধিক শীতের কারনে ঠান্ডা-জ্বর, সর্দি-কাশি, হাঁপানি ও ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। হাসপাতালে প্রতিদিনই শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।