
বরিশাল প্রতিনিধিঃ- বরিশালের আগৈলঝাড়ায় স্কুল ছাত্রের চাহিদামত টাকা না দেয়ায় বিষপানে আত্মহত্যার চেষ্টা। গুরুতর অবস্থায় তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী পিড়েরপার গ্রামের দ্বিপক হালদারের ছেলে ও কারফা পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র রিচার্ড হালদার পূজায় খরচ করার জন্য সোমবার সকালে পরিবারের কাছে টাকা দাবি করে। পরিবার থেকে টাকা দিতে অস্বীকার করায় পরিবারের উপর অভিমান করে রিচার্ড হালদার সোমবার রাতে বিষপান করে। ওই রাতেই বাড়ির লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।
Please follow and like us: