আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। জানাগেছে, গতকাল সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানা তদন্ত (ওসি) নির্দেশে এসআই দেলোয়ার, এএসআই মনির, জাহিদ ও বশির উপজেলার বাইপাস সংলগ্ন কফি হাউজের পার্শ্ববর্তী মাটির রাস্তা থেকে সুজনকাঠী গ্রামের মোঃ জাকির বেপারীর ছেলে আকাশ বেপারী (২৫) কে ১০০ পিচ ইয়াবাসহ পুলিশ ধাওয়া করে গ্রেফতার করেণ। গ্রেফতারকৃত আকাশ বেপারী ফুল্লশ্রী নানা মাওলা পাইক এর বাড়িতে থেকে দীর্ঘদিন যাবৎ ইয়াবা বিক্রি করে আসছে বলে জানিয়েছে এলাকাবাসী। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।