৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




আগৈলঝাড়ায় ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

খোকন হাওলাদার, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৮ ২০২১, ১৬:৪৪ | 735 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশালের আগৈলঝাড়ায় পৃথক অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আজ সোমবার (২৮ জুন) বরিশাল আদালতে আসামিদের প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন-জাকির সরদার, বাচ্চু খান ও শাহআলম বয়াতি।

থানা-পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, মাদক কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর শিহিপাশা কুমারভাঙ্গা গ্রাম থেকে আমজেদ বয়াতির ছেলে মাদক ব্যবসায়ী শাহআলম বয়াতিকে (৩৪) গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক মো. মনিরুজ্জামান বাদী হয়ে রোববার রাতেই মাদক ব্যবসায়ী শাহআলম বয়াতিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

অপরদিকে একইদিনে মাদক কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গৈলা ইউনিয়নের মুড়িহার গ্রাম থেকে মাদক ব্যবসায়ী জাকির সরদার (৪৫) ও মাদক ব্যবসায়ী বাচ্চু খানকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ১৩ পিচ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক মো. আলী হোসেন বাদী হয়ে রোববার রাতেই মাদক ব্যবসায়ী জাকির সরদার ও বাচ্চু খানকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET